শাকিবের মন্তব্য ঘিরে বিতর্ক

frame শাকিবের মন্তব্য ঘিরে বিতর্ক

A G Bengali
এশিয়া কাপ ছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগার্সদের নেতা শাকিব আল হাসান। যদিও সবসময় বিতর্কে জড়িয়ে থাকা শাকিবের মুখে অন্য কথা। এই দুটি প্রতিযোগিতায় দল কেমন পারফরম্যান্স করতে পারে? এমন প্রশ্ন করা হলে, শাকিব আশার বাণী শোনাতে পারলেন না। উল্টে বিতর্কিত মন্তব্য করলেন। শাকিব বলেন 'আমার কোনও লক্ষ্য নেই। আমার একমাত্র লক্ষ্য হল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ভাল ফল করা। তবে কেউ যদি মনে করে কয়েকদিনের মধ্যে আমি রাতারাতি সব বদলে দিতে পারব তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে দল হিসেবে কামব্যাক করতে হবে। কারণ শেষ কয়েক বছরে এই ফরম্যাটে আমাদের পারফরম্যান্স খুব ভাল নয়।' আর শাকিবের এই বক্তব্যকে অনেকেই ভাল চোখে দেখছেন না। তাই ফের একবার তাঁকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।


অন্যদিকে, আইপিএল চলাকালীন চোট পেয়ে ছিটকে যান। সেই চোট সেরে গিয়েছে অজিঙ্ক রহাণের। মুম্বই রাজ্য দলের প্রাক্-মরসুম প্রস্তুতি শিবিরে যোগ দিতে চলেছেন এই ব্যাটার। পরের সপ্তাহ থেকে মুম্বই রাজ্য সংস্থার ইন্ডোরে অনুশীলন শুরু করবেন তিনি। এক সময় টেস্ট দলের নিয়মিত সদস্য থাকলেও, খারাপ ছন্দের কারণে বাদ পড়েছেন। ভারতীয় দলে ঢোকার জন্য রহাণে তাই ঘরোয়া ক্রিকেটই পাখির চোখ করেছেন বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। ঘরোয়া ক্রিকেটে প্রথমে সীমিত ওভারের ফরম্যাটের খেলাগুলি হবে। সেখানে রহাণে খেলতে চান। তার পর রঞ্জি ট্রফিতে। ভাল পারফর্ম করে আবার জাতীয় দলে ঢুকতে চাইছেন তিনি। মুম্বইয়ের মুখ্য নির্বাচক সলিল আঙ্কোলা বলেছেন, “চোট সারিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিরেছে রহাণে। এখন শারীরিক ভাবে ভাল জায়গায়। সম্প্রতি ওর সঙ্গে দেখা করেছি। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার শিবিরে থাকলে তরুণ ক্রিকেটারদের অনেক উপকার হবে।”

Find Out More:

Related Articles:

Unable to Load More