এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচ

frame এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচ

A G Bengali
টি-২০ বিশ্বকাপে হারের পর আজ ফের ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। নিঃসন্দেহে ভারতের কাছে বদলার ম্যাচ। সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের অধিনায়ক বাবর সম্পর্কে বিরাট বলেন, “আমরা একসঙ্গে বসে খেলা নিয়ে আড্ডা দিয়েছি। আমার সম্পর্কে ওর মনে প্রচণ্ড সম্মান দেখতে পেয়েছি। এই মুহূর্তে সব ধরনের ক্রিকেটে সম্ভবত ও সেরা ব্যাটার। তার পরেও ওর আচরণ পাল্টায়নি। সেই কারণেই মনে হয় ধারাবাহিক ভাবে ভাল খেলে চলেছে।” ভারতের প্রাক্তন অধিনায়ক যখন বাবরকে সেরার সম্মান দিচ্ছেন, সেই সময় সাংবাদিক বৈঠকে বিরাটকে নিয়ে কথা বলেন পাকিস্তানের অধিনায়ক। বাবর বলেন, “বিরাটের মতো এত বড় মাপের ক্রিকেটারের বিরুদ্ধে কোন পরিস্থিতিতে কী ভাবে খেলছি সেটা খুব গুরুত্বপূর্ণ। জীবনে কোনও কিছু সহজে পাওয়া যায় না। চ্যালেঞ্জ সব জায়গায় আছে। সেই চ্যালেঞ্জ কী ভাবে পার করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বিরাট এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।”


পাশাপাশি এই ম্যাচে কে করবেন ওপেন! শনিবার প্রাক ম্যাচ অনুষ্ঠানে এই প্রশ্নই করেছিলেন এক পাক সাংবাদিক। পাক সাংবাদিক বলেন, 'বিগত কয়েকটি সিরিজে, ভারত নতুন নতুন কম্বিনেশন ট্রাই করেছে ওপেনিংয়ে! কখনও পন্থ তো কখনও সূর্যকুমার যাদব খেলেছেন। কারণ কেএল রাহুল ছিলেন না। এবার উনি যখন দলে ফিরে এসেছেন, তাহলে আগামিকাল কি আপনার সঙ্গে ওপেনিংয়ে রাহুলকেই দেখা যাবে? রোহিত বলেন, 'আপনিই দেখুন, টসের পর কে আসে ব্যাট করতে। কিছু গোপনীয়তা আমাদেরও তো রাখতে দিন ভাই। কম্বিনেশনের ক্ষেত্রে আমরা নিত্যনতুন জিনিস চেষ্টা করে দেখব বলেই ঠিক করেছি, যখনই সেই সুযোগ আসবে। বিগত ছয়-আট মাস করেছি, আমরা অনেক উত্তর পেয়েছি।' 

Find Out More:

Related Articles:

Unable to Load More