অশ্বিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কোহলি

A G Bengali
ইনস্টাগ্রাম স্টোরিতে সতীর্থ অশ্বিন সম্পর্কে বিরাট লিখেছেন, 'শুভ জন্মদিন অ্যাশ। তোমার ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠুক। শুভেচ্ছা রইল।' বিসিসিআই-এর তরফ থেকেও অশ্বিনকে শুভেচ্ছা জানানো হয়েছে। ৩৬ বছর পূর্ণ করলেন তিনি। রঅস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন অশ্বিন। আগামি মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলেও আছেন অভিজ্ঞ অফ স্পিনার। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, জাতীয় দলের হয়ে আর কোনও দিন সুযোগ পাবেন ভাবেননি। তাই বান্ধবীর সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন অ্যালেক্স হেলস। কিন্তু হঠাৎই তিনি জানতে পারেন, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ইংল্যান্ডের দলে সুযোগ পেয়েছেন তিনি। তড়িঘড়ি সব ছেড়ে পাকিস্তানগামী বিমানে ওঠেন হেলস। শুধু পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে নয়, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছেন তিনি। তিন বছর পরে আবার জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেই অবাক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ক্রিকেটার। করাচিতে বসে সংবাদমাধ্যমে হেলস বলেন, ‘‘বিশ্বকাপের দল ঘোষণার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টরকে ফোন করেছিলাম। জানতে চেয়েছিলাম, আমার কি দলে সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা আছে। কারণ, গত তিন বছরে আমি খুব ভাল ক্রিকেট খেলেছি। তার পরেও সুযোগ পাচ্ছিলাম না। তাই ভেবেছিলাম, এক বার শেষ চেষ্টা করে দেখি। তাই ফোন করেছিলাম।’’ সেই ফোনের কয়েক দিন পরেই হেলস জানতে পারেন আবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। পাকিস্তানে সিরিজ খেলে সেখান থেকেই সরাসরি চলে যাবেন অস্ট্রেলিয়া। নিজের উপর তাঁর আস্থা ছিল বলে জানিয়েছেন হেলস। তিনি বলেন, ‘‘আমি জানতাম, অস্ট্রেলিয়ার উইকেটে আমি খেলার যোগ্য। বিগ ব্যাশে অনেক রান করেছি। নিজের যোগ্যতায় আবার জাতীয় দলে ফিরেছি। এখান থেকে আর পিছনে ফিরে তাকাব না। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ভাল খেলার চেষ্টা করব।’’

Find Out More:

Related Articles: