পরের বছর KKR খেলবে কলকাতায়

A G Bengali
 প্রাক-কোভিড ফর্ম্যাটে ঠিক যেভাবে খেলা হত এবার আবার সেই ফর্ম্যাটেই ফিরে আসবে আইপিএল। প্রত্যেক দল তাদের হোম গ্রাউন্ডে এবং প্রতিপক্ষ দলের মাঠে ম্যাচ খেলার সুযোগ পাবে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের অনুমোদিত ইউনিটগুলিকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন। ২০২১ সালে, এই T20 টুর্নামেন্টটি চারটি ভেন্যু দিল্লি, আমদাবাদ, মুম্বই এবং চেন্নাইতে আয়োজন করা হয়েছিল। তবে এখন অতিমারী নিয়ন্ত্রণে রয়েছে এবং তাই এই লিগটি ঘরের মাঠ এবং প্রতিপক্ষ দলের মাঠের পুরানো ফর্ম্যাটে খেলা হবে। রাজ্য ইউনিটগুলিতে পাঠানো এক বার্তায় সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আগামী বছর থেকে আইপিএল আয়োজন করা হবে ঘরের মাঠে এবং প্রতিপক্ষ দলের মাঠে ম্যাচ খেলার ফর্ম্যাটে।’ ১০ টি দলই তাদের নিজ নিজ ভেন্যুতে তাদের হোম ম্যাচ খেলবে।

অন্যদিকে, এই মুহূর্তে ভারতীয় মহিলা দল রয়েছে ইংল্যান্ড সফরে। তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-১ হারতে হয়েছে ভারতকে। তবে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজে বদলা নিয়ে ফেলেছেন হরমনপ্রীত কউর অ্যান্ড কোং। এক ম্যাচ হাতে রেখেই রেকর্ড করে ভারত ওয়ানডে সিরিজ ইতিমধ্যে ২-০ জিতে নিয়েছে। আগামী শনিবার লর্ডসে ভারত সিরিজের তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। আর এই ম্যাচই হবে কিংবদন্তি ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ফেয়ারওয়েল ম্যাচ। এরপরেই 'চাকদহ এক্সপ্রেস' আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলবেন। যদিও বিসিসিআই (BCCI) এখনও আনুষ্ঠানিক ভাবে জানায়নি যে, মহিলা ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর নামবেন না মাঠে। কিন্তু সকলেই জানেন যে, ঝুলন তাঁর বর্ণময় কেরিয়ারে ইতি টানতে চলেছেন। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানালেন যে, ঝুলনকে নিয়ে বোর্ডের কী ভাবনা রয়েছে।

Find Out More:

Related Articles: