এই মুহর্তে দেশের জার্সিতে টি-২০ ফরম্যাটে বিশ্বের সর্বাধিক রান রোহিতের ঝুলিতে! তিরুঅনন্তপুরমে নামার আগে ১৩৯ ম্যাচে ৩৬৯৪ রান ভারত অধিনায়কের ঝুলিতে। রোহিতের ঠিক পরেই বিরাট। তিনি ১০৭ ম্যাচে করেছেন ৩৬৬০ রান। দেখতে গেলে রোহিতকে টপকে যাওয়ার জন্য বিরাটের প্রয়োজন আর ৩৪ রান। অন্যদিকে আজকের ম্যাচ বলেই নয়, পুরো সিরিজেই রোহিত বনাম বিরাট লড়ই অব্যাহত থাকবে। সম্প্রতি বিরাট এবং রোহিত দু'জনেই আছেন আগুনে ফর্মে। অন্যদিকে কোহলি এদিন আর মাত্র ২২ রান করতে পারলেই ভারতের প্রথম ব্যাটার হিসাবে টি-২০ ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করবেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু হওয়ার আগেই কোভিডে আক্রান্ত হয়েই ছিটকে যান মহম্মদ শামি। কোভিড না সারায় দক্ষিণ আফ্রিকা সিরিজের দলেও তাঁকে রাখা হয়নি। তবে বুধবার আশ্বস্ত করলেন শামি। জানিয়ে দিলেন, তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা হয়ে যাওয়ায় সেখানে খেলার কোনও সম্ভাবনা নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন শামি। তাঁর আগে ছন্দে ফিরতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ় গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে। আচমকাই কোভিড হওয়ায় দু’টি সিরিজ়েই খেলা হল না তাঁর। তবে বিশ্বকাপের আগে তিনি সুখবর দিলেন। সব ঠিক ঠাক থাকলে বিশ্বকাপে স্ট্যান্ড বাই হিসাবে অস্ট্রেলিয়ায় যেতে কোনও অসুবিধা নেই তাঁর। একটা সময় মনে করা হয়েছিল, টি-টোয়েন্টি দলে শামিকে আর বিবেচনাই করা হবে না। বোর্ডেরই বিভিন্ন মহল থেকে সেই খবর চাউর করে দেওয়া হয়। কিন্তু এই ফরম্যাটে ভারতের বোলাররা আশানুরূপ পারফরম্যান্স না করায় আচমকাই টি-টোয়েন্টি গ্রহে আবার চলে আসেন শামি। গত বারের বিশ্বকাপের পর দেশের হয়ে কোনও টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি শামি। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে তাঁকে নেওয়ায় অনেকেই অবাক হয়ে যান। তবে সেই দু’টি সিরিজে শামির খেলা হল না। তাতে যদিও বিশ্বকাপে যাওয়া আটকাচ্ছে না। যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের কেউ খারাপ খেললে শেষ মুহূর্তে বদল হতেই পারে।