প্রথম ম্যাচ খেলতে নামার ১৭ দিন আগে অস্ট্রেলিয়া চলে যাবে ভারতীয় ক্রিকেট দল

A G Bengali
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শেষ হচ্ছে ৪ অক্টোবর। অর্থাৎ, সেই সিরিজ় শেষ হওয়ার দু’দিনের মাথায় ভারতীয় দল অস্ট্রেলিয়া চলে যাবে। ১৩ অক্টোবর পর্যন্ত পার্থে ভারতীয় দলের অনুশীলন করার কথা। সেখানেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের উদ্যোগে এই ম্যাচের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পর রোহিতরা চলে যাবে ব্রিসবেনে। সেখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। এই দু’টি ম্যাচের ব্যবস্থা করেছে আইসিসি। বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের জন্যই দু’টি করে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে আইসিসি।

অন্যদিকে, বিরাট কোহলির (Virat Kohli) বিশ্বরেকর্ড ছোঁয়ার হাতছানি ছিল বাবর আজমের (Babar Azam) সামনে। ইংল্যান্ডের (PAK vs ENG) বিরুদ্ধে সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে ৫২ রান করতেই বিরাটকে ছুঁয়ে ফেললেন পাকিস্তানের (Pakistan) অধিনায়ক। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ৮৬টি ম্যাচের ৮১টি ইনিংসে দ্রুততম ব্যাটার হিসেবে ৩০০০ রান করলেন তিনি। আর এই ইনিংস খেলার জন্যই ২৭তম অর্ধ শতরান করে রোহিত শর্মা (Rohit Sharma)-মার্টিন গাপ্তিল (Martin Guptill), পল স্টার্লিংদের (Paul Stirling) এলিট লিস্টে ঢুকে ফের একবার 'বাবরনামা' লিখলেন তিনি। শুক্রবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চাপের মুখে ৪১ বলে ৫০ করেন বাবর। শেষ পর্যন্ত ৮৭ রানে অপরাজিত রইলেন। খেললেন মাত্র ৫৯টি বল। মারলেন ৭টি চার ও ৩টি ছক্কা। ফলে ৮৬ ম্যাচের ৮১ টি ইনিংসে বাবরের রান দাঁড়াল ৩০৩৫। বাবর এই ম্যাচে ৫২ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ৩০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারতেন। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে এমন কৃতিত্ব অর্জনের হাতছানি ছিল তাঁর সামনে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রানের মাইলস্টোন টপকেছেন মোটে চারজন ব্যাটার। দুই ভারতীয় তারকা 'কিং কোহলি' ও 'হিটম্যান' এই কৃতিত্ব রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলের রয়েছে।

Find Out More:

Related Articles: