ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফের একবার কুর্নিশ জানালেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং মায়েস্ত্রো রোনাল্ডোর ট্য়ুইটারের কমেন্টে লিখলেন, 'দ্য গোট', অর্থাৎ 'গ্রেটেস্ট অফ অলটাইম'। রোনাল্ডোর প্রতি বরাবরই নিজের অনুরাগ ব্যক্ত করেছেন কোহলি। প্রকাশ্যে জানিয়েছেন যে, তাঁর কাছে মেসির চেয়ে এগিয়ে কোহলি। আবারও 'কিং' কুর্নিশ করলেন পর্তুগিজ জাদুকরকে। পরিসংখ্যান বলছে রোনাল্ডো স্পোর্টিং সিপিতে প্রথম ক্লাব (সিনিয়র কেরিয়ারে) গোল করার পর বাকি ৬৯৯টি গোল করতে সময় নিলেন পাক্কা ২০ বছর ২ দিন। স্পোর্টিংয়ের হয়ে রোনাল্ডোর আছে ৫ গোল। ম্যান ইউয়ের হয়ে প্রথম পর্বে করেছিলেন ১১৮ গোল। এরপর রিয়াল মাদ্রিদে তাঁর পা থেকে আসে ৪৫০ গোল। জুভেন্তাসের জার্সিতে করেছেন ১০১ গোল। ম্যান ইউয়ের হয়ে চলতি দ্বিতীয় পর্বে এখনও পর্যন্ত করেছেন ২৬ গোল।
অন্যদিকে, অধিনায়ক শিখর ধাওয়ান আবার ব্যর্থ হল। ওর ব্যর্থতা দলের মধ্যে চিন্তার মেঘ আনতে পারত, কিন্তু এই দলে এতই প্রতিভা রয়েছে আর শ্রেয়স-ঈশান এতটাই দায়িত্ব নিয়ে খেলে গেল যে, ধাওয়ানের রান না পাওয়াটা সমস্যা হয়ে দাঁড়ায়নি। অধিনায়ক হিসেবে অবশ্য ধাওয়ানকে দেখে বেশ ভাল লাগছে। বোলাররা রান দিলেও তাদের পাশে থেকেছে। পিঠে হাত রেখে সাহস জুগিয়েছে। বোলাররাও তেতে উঠেছে। অধিনায়কের হাসিখুশি মেজাজও নিঃসন্দেহে ড্রেসিংরুমের পরিবেশ তরতাজা রেখেছে। অধিনায়ক হিসেবে ধাওয়ানের একটা ভুল চোখে পড়েছে। কুলদীপ যাদব যখন এডেন মার্করামের বিরুদ্ধে ভাল বল করছিল, তখন ওকে সরিয়ে নেয়। মার্করামের বিরুদ্ধে অতীতে কিন্তু বেশ কয়েক বার সফল হয়েছে কুলদীপ। এ ছাড়া কিন্তু ধাওয়ানের নেতৃত্বে দলের মধ্যে একটা ইতিবাচক মনোভাব ধরা পড়েছে।