রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন জয়সূচক শট মারার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় ডাগ-আউট। হার্দিক পান্ডিয়া, বিক্রম রাঠৌর থেকে শুরু করে ভারতীয় দলের সকলে উচ্ছ্বাসে ফেটে পড়েন। কার্যত হেরে যাওয়া ম্যাচে জয়ের পর নিজের আবেগ চেপে রাখতে পারেননি ভারতীয় দলের হেড কোচ দ্রাবিড়ও। ৩ দিন আগে হয়েছিল একই ঘটনা, কী বলছে ICC-র নিয়ম? বরাবরের শান্ত, ধীরস্থিরভাবে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে এসেছেন যে ব্যক্তি, সেই তিনিই রবিবার নিজের আবেগ চেপে রাখেননি। আগ্রাসীভাবে সেলিব্রেশনে মেতে ওঠেন দ্রাবিড়। মেলবোর্ন স্টেডিয়ামে ‘চক দে ইন্ডিয়া’, ‘চক দে ইন্ডিয়া’ ধ্বনির মধ্যেই ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে হাত মেলাতে থাকেন। সেটাও এমনভাবে যা কখনও দেখেনি ক্রিকেট বিশ্ব। স্বভাবতই অচেনা দ্রাবিড়ের সেই সেলিব্রেশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
অন্যদিকে, ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) বলছেন যে, পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে তিনি বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে পার্টনারশিপ করার সময়, বুঝে গিয়েছিলেন, বিরাটের জন্য তিনি বুকে বুলেট নিতে তৈরি ছিলেন। কিন্তু তাঁকে আউট হতে দিতেন না। পাকিস্তানের ১৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৩১ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। ম্যাচ থেকে কার্যত বেরিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু দলকে খাদের কিনারা থেকে তুলে এনে ম্য়াচ জেতান বিরাট-হার্দিক। চতুর্থ উইকেট পার্টনারশিপে বিরাট-হার্দিক ১১৩ রান যোগ করেছিলেন স্কোরবোর্ডে। ৩৭ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন হার্দিক। ৫৩ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট। ম্যাচের পর বিরাট-হার্দিক বিসিসিআই-এর (BCCI) একটি ভিডিয়ো সেশনে হাজির ছিলেন। সেখানেই হার্দিক ভূয়সী প্রশংসা করেন বিরাটের।