গ্রুপে শীর্ষে থেকে সেমিতে টিম ইন্ডিয়া

A G Bengali
রবিবারের ম্যাচে জিম্বাবোয়েকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে কে এল রাহুল (KL Rahul) ও সূর্যকুমার যাদবের দাপটের পরে বোলিংয়ে ঝড় তুললেন মহম্মদ শামি (Mohammed Shami)-অর্শদীপ সিংরা। ৭১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল ভারত। গ্রুপ ২ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে গেল ভারত। আগামী বৃহস্পতিবার ১০ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনাল খেলতে নামবে রোহিত শর্মার দল। নিয়মরক্ষার ম্যাচেও দাপট দেখিয়ে জয় পেল ভারত। ভারতীয় ব্যাটিংয়ের নায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় ইনিংসের দশ ওভার কেটে যেতেই পরপর উইকেট তুলে নিতে থাকে জিম্বাবোয়ের বোলাররা। ভারতের রানের গতি বেশ কমিয়ে দেন সিকান্দার রাজারা। সেই সময়েই পালটা মার শুরু করেন সূর্য। মাত্র ২৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে দলের হাল ধরেন। তাঁর দাপটেই পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে ভারত।

জিম্বাবোয়ের বিরুদ্ধে জেতার পরে নিশ্চিত হয়ে যায় যে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। খেলা হবে অ্যাডিলেডে। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডিলেডে খেলেছে ভারত। কোনও রকমে সেই ম্যাচ জিতেছেন রোহিতরা। সেটা জানেন তিনি। ম্যাচ শেষে তাই রোহিত বলেছেন, ‘‘সব থেকে গুরুত্বপূর্ণ হল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। আমাদের দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা ওখানে আগেও একটা ম্যাচ খেলেছি। কিন্তু তার পরেও নিশ্চিন্ত হলে হবে না। ইংল্যান্ড খুব কঠিন প্রতিপক্ষ। আশা করছি ওদের বিরুদ্ধে কঠিন লড়াই হবে।’’ অ্যাডিলেডে খেলতে নামার আগে কয়েকটি দিকে তাদের নজর রাখতে হবে বলে জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, ‘‘আমাদের লাইন-লেংথের দিকে নজর দিতে হবে। কারণ, অ্যাডিলেডে দুই পাশের বাউন্ডারি একটু ছোট। সামনে, পিছনে লম্বা। সে দিকে আমাদের নজর রাখতে হবে। মাঠের সুবিধা নিতে হবে আমাদের।’’


Find Out More:

Related Articles: