রবিবার অফসাইডের বাইরের বল মাটিতে বসে লেগসাইডে ছক্কা হাঁকিয়েছেন সূর্য। তাঁর সেই শট সম্পর্কে অশ্বিন বলেন, “ওই শট সম্পর্ক কী বলব? সুইপ মেরেছে। আপনি বিশ্বাস করতে পারবেন না কেউ পেসারকে বসে ওই ভাবে সুইপ মারতে পারে। কিন্তু সূর্য এমন শটই খেলে।” রবিবার অশ্বিনও তিনটি উইকেট নেন। কিন্তু সূর্যের প্রশংসাই শোনা গেল সকলের মুখে। বাদ গেলেন না অশ্বিনও। ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার বলেন, “সূর্য যে ভাবে ব্যাট করে, সেটা দেখার মতো। খুব সহজ, খুব সাবলীল। আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর দিকে রয়েছে। এমন সময় এই ভাবে নিজেকে মেলে ধরতে খুব কম ক্রিকেটারই পারে। ও যে ভাবে খেলছে তাতে অন্য ক্রিকেটাররাও সুবিধা পাচ্ছে।”
প্রসঙ্গত, দিন চারেক আগেই সূর্য রিজওয়ানকে পিছনে ফেলে বিশ্বের এক নম্বর আন্তর্জাতিক টি-২০ ব্যাটার হয়েছিলেন। মুম্বইয়ের বছর বত্রিশের ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ স্কোরার ছিলেন সূর্য। ঠাণ্ডা মাথায় বোলারদের 'খুন' করা সূর্যের পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। ৩ ম্যাচে তাঁর রান ছিল ১১৫। সর্বাধিক রান করেছিলেন হায়দরাবাদে। ৩৬ বলে ৬৯ রান। গড় ৩৮.৩৩। স্ট্রাইক রেট ১৮৫.৪৮। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও সফল হয়েছিলেন এই মুম্বইকর। ৩ ম্যাচে রান ছিল ১১৯। সর্বাধিক ৩৯ বলে ৬১ রান করেছিলেন গুয়াহাটিতে। গড় ৫৯.৫০। স্ট্রাইক রেট ছিল ১৯৫.০৮। সামগ্রিক ভাবে এই মারকুটে ব্যাটার জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সত্যিই দারুণ সফল। মাত্র ৩৮ ম্যাচে করেছেন ১২০৯ রান। গড় ৩৯.৬৮। স্ট্রাইক রেট ১৭৭.৪৮। সঙ্গে জ্বলজ্বল করছে ১টি শতরান ও ১০টি অর্ধ শতরান।