শনিবার রাতে স্টেডিয়াম ৯৭৪ দেখল ৫ গোলের থ্রিলার

frame শনিবার রাতে স্টেডিয়াম ৯৭৪ দেখল ৫ গোলের থ্রিলার

A G Bengali
শনিবার রাতে স্টেডিয়াম ৯৭৪ দেখল ৫ গোলের থ্রিলার। সার্বিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাকে ৩-২ জিতল সুইসরা। এই নিয়ে টানা তৃতীয়বার তারা গেল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে। এই গরূপে টেবিল-টপার (তিন ম্যাচে ছয়) হয়ে ব্রাজিল খেলবে নকআউট। এদিন ক্যামেরুনের কাছে হেরেও ব্রাজিলের কোনও ফারাক পড়েনি। কারণ তিতের শিষ্যরা এক ম্যাচ হাতে রেখেই চলে গিয়েছিল প্রি-কোয়ার্টারে। দুয়ে শেষ করে এবার সুইসরা যাবে নক-আউট খেলতে।


অন্যদিকে, এ বারের বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ অঘটনটা ঘটল শুক্রবার রাতেই। শেষ ম্যাচে ব্রাজিল হেরে গেল ক্যামেরুনের বিরুদ্ধে। সেই ম্যাচে গোল করে কেন লাল কার্ড দেখতে হল আবুবাকারকে? ম্যাচে একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ব্রাজিলের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল করে আনন্দ সামলাতে পারেননি। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে জার্সি খুলে ফেলেন। ফুটবলের নিয়ম অনুযায়ী কোনও ফুটবলার জার্সি খুললে তাঁকে হলুদ কার্ড দেখতে হবে। এ ক্ষেত্রেও তাই হয়। আগে থেকেই একটি হলুদ কার্ড দেখায় আবুবাকারের দ্বিতীয় হলুদ কার্ড বদলে যায় লাল কার্ডে। কোনও আপত্তি দেখা যায়নি আবুবাকারের থেকে। হাসতে হাসতে তিনি লাল কার্ড মেনে নেন। ব্রাজিলকে গোল দেওয়ার আনন্দ তখন সব ভুলিয়ে দিয়েছে আফ্রিকার ছ’ফুট লম্বা ফুটবলারকে। বিনা প্রতিবাদে রেফারির সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়েন আবুবাকার। লাল কার্ড দেখেও তিনিই ক্যামেরুনের নায়ক হয়ে রইলেন। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে হারানোর মতো কীর্তি গড়ে ফেলল তাঁর দেশ।

Find Out More:

Related Articles:

Unable to Load More