সংবাদপত্র ‘কোপ’ জানিয়েছে, এ বারের বিশ্বকাপের আর কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে না মাতেউকে। স্পেনের রেফারিকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। ফিফা চায় না, সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠুক। তাই বিশ্বকাপের সেরা রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিতে চাইছে তারা। স্পেনের রেফারি মাতেউ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৫টি কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আটটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। নেদারল্যান্ডসের ফুটবলাররা দেখেছেন ছ’টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। হলুদ কার্ডের তালিকায় মেসিও রয়েছেন। ম্যাচের মধ্যে মাতেউর সঙ্গে তর্কাতর্কি হয় মেসির।
অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে দুই দল এখনও পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। এরমধ্যে স্কোরলাইন ২-২। একটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। তবে ক্রোয়েশিয়া (Croatia) জাতীয় দলে লুকা মদ্রিচ (Luka Modric) আসার পর থেকে আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে বদলে গিয়েছে হিসেবে। ২০০৬ সালের ১ মার্চ। প্রথমবার ক্রোয়েশিয়ার জার্সি গায়ে চাপিয়ে আলবেসেলেস্তেদের বিরুদ্ধে অভিষেক ঘটিয়েছিলেন মদ্রিচ। সেই ম্যাচে লিওনেল মেসি (Lionel Messi) গোল করলেও, ক্রোয়েশিয়া জিতেছিল ৩-২ ব্যবধানে। এর ছয় বছর পর ২০১২ সালে মেসি গোল করেছিলেন। আর্জেন্টিনা জিতেছিল ২-১ গোলে। তবে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে (FIFA World Cup 2018) লজ্জার হার হজম করেছিল নীল-সাদা বাহিনী। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে মেসিদের উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। গোল করেছিলেন লুকা মদ্রিচ। এহেন ক্রোয়েশিয়ার সর্বকালের সেরা ফুটবলার ফের একবার দুটি জয়ী ম্যাচের স্মৃতি ফেরাতে মরিয়া হয়ে আছেন। তাই এবার তাঁর নজর হ্যাটট্রিক জয়ের দিকে।