বিশ্বকাপের পরই কি মেসির অবসর, কী বললেন কোচ দেখুন

A G Bengali
মঙ্গলবার রাতে আর্জেন্টিনা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে খেলতে নামার আগে আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি বলেন, “আশা করব মেসি খেলবে। আরও বেশ কিছু ম্যাচ খেলবে। দেখা যাক কী করে। আমরা সেটা উপভোগ করব। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব ফুটবলের জন্যও সেটা খুব গুরুত্বপূর্ণ।” নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক উগ্র মেসিকে দেখা গিয়েছে। শান্ত স্বভাবের মেসিকে এমন রেগে যেতে কখনও কেউ দেখেনি। স্কালোনি বলেন, “মেসিকে আমি চিনি। ও সব সময়ই জিততে ভালবাসে। ওর খেলতে চাওয়ার ইচ্ছা আমাদের আনন্দ দেয়। মেসি এখন প্যারিসে খুশি আছে। ওর পরিবারও খুশি আছে।”

চলতি কাতার বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতায় চারবার সেমি ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। একবারও হারের মুখ দেখেনি  আলবেসেলেস্তেরা। ১৯৩০,১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রতিবার ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। তবে এবার যেহেতু সামনে ক্রোয়েশিয়া, তাই স্কালোনি বাড়তি সাবধানী। জানালেন, 'গোটা দেশের সমর্থন আছে আমাদের। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু ভাবতে চাই না।' এদিকে স্নায়ুচাপের চূড়ান্ত পরীক্ষা দিয়ে সেমির মঞ্চে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ডাচদুর্গ ভেদ করেছে আলবিসেলেস্তেরা। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়েছে মেসির দল। তবে ম্যাচটিতে হলুড কার্ডের ছড়াছড়িতে সেমি ফাইনালের লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে পাচ্ছে না আর্জেন্টিনা।

প্রসঙ্গত, বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি গোল করেছেন মেসি। গোলের পাস বাড়িয়েছেন দু’টি। আর্জেন্টিনা এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। বিশ্বকাপ জিততে আর দু’টি ম্যাচ জিততে হবে তাদের।

Find Out More:

Related Articles: