চট্টগ্রামের উইকেটে চতুর্থ সেশনে প্রতিরোধ গড়লেন শাকিবরা। উইকেট কামড়ে পড়ে থাকলেন ব্যাটাররা। সেই সঙ্গে উইকেট আরও মন্থর হয়ে যাওয়ায় সমস্যা হল ভারতীয় বোলারদের। চতুর্থ দিনের শেষে ভারতের জিততে দরকার আর ৪ উইকেট। অন্য দিকে বাংলাদেশের জিততে দরকার ২৪১ রান। তাদের পক্ষে সুখবর। ক্রিজে রয়েছেন অধিনায়ক শাকিব আল হাসান ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে ৫১৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাবে তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৪২। ম্যাচ জিততে দরকার ছিল ৪৭১ রান। চতুর্থ দিন ২৩০ রান করল বাংলাদেশ। ওপেনিং জুটি নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান ভাল খেললেন। দুই তরুণকে দেখে মনে হয়নি যে ভারতের বোলিং আক্রমণ তাঁদের সমস্যায় ফেলছে।
অন্যদিকে, চতুর্থ দিনের লাঞ্চের পরে বিরাট কোহলির হাত থেকে ছিটকে যাওয়া বল অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে দস্তানাবন্দি করেন পন্ত। পরে দিনের শেষ সেশনে নুরুল হাসানকে যেভাবে বিদ্যুৎ গতিতে স্টাম্প আউট করেন তিনি, তা মহেন্দ্র সিং ধোনিকে মনে করাতে বাধ্য। বাংলাদেশের শেষ ইনিংসের ৮৭.৬ ওভারে অক্ষর প্যাটেলের বল সামনে পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন নুরুল। তবে ফ্লাইট মিস করেন তিনি। বল বাঁক নিয়ে তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে চলে যায় পন্তের দস্তানায়। এমন নয় যে নুরুল স্টেপ-আউট করেছিলেন বা ক্রিজের অনেকটা বাইরে বেরিয়ে গিয়েছিলেন। বরং লাইন থেকে সামান্য বাইরে বেরিয়েছিল তাঁর পা। বল ধরা মাত্রই তড়িৎগতিতে স্টাম্প ভেঙে দেন পন্ত। পা ক্রিজে ফেরানোর সময় পাননি নুরুল। ফলে তাঁকে ব্যক্তিগত ৩ রানের মাথায় স্টাম্প আউট হয়ে মাঠ ছাড়তে হয়।