বিশ্বকাপ ট্রফি নিয়েই ঘুম মেসির
৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা (Argentina)। তাই বিশ্বকাপ ট্রফি আর কোনওভাবেই নিজের থেকে দূরে রাখতে রাজি নন মেসি। ট্রফি নিয়েই সময় কাটছে তাঁর। বিশ্বকাপ জেতার পর মেসি ইনস্টাগ্রামে লিখেছিলেন, “ অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন। কত বার এই স্বপ্ন দেখেছি। এটা পাওয়ার জন্য কত অপেক্ষাই না করেছি। সেটা পাওয়ার পর বিশ্বাসই হচ্ছে না যে পেয়েছি। পরিবারকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ তাঁদের যারা বিশ্বাস করেছিল যে আমি পারব। আরও একবার প্রমাণিত যে আর্জেন্টিনার গোটা দল এক হয়ে যদি কিছু চায়, সেটা পায়। ব্যক্তি নির্ভর পারদর্শীতা নয়, দলগত পারফরম্যান্সের জন্যই এটা সম্ভব হয়েছে। একটা স্বপ্নের পিছনে সবাই দৌড়েছি। আমরা পেরেছি।”
ম্যাচ রেফারি রিচার্ডসন তাঁর রিপোর্টে বলেছেন, ‘‘অসমান বাউন্স ব্যাটারদের জন্য বেশ বিপজ্জনক। এমন উইকেটে খেলা ঝুঁকির। সম্পূর্ণ বোলারদের কথা মাথায় রেখে উইকেট তৈরির চেষ্টা করা হয়েছে। উইকেটে রয়েছে বিপজ্জনক বাউন্স। বল সিমে পড়ে আরও গতি পাচ্ছে। দ্বিতীয় দিনে কিছু বল আবার আস্বাভাবিক নীচু হয়ে গিয়েছে। এমন উইকেটে ব্যাটারদের পক্ষে জুটি তৈরি করা প্রায় অসম্ভব।’’