কী কী রেকর্ড গড়লেন বিরাট কোহলি?
১) এদিনের ম্যাচে ১৬৬ রানের ইনিংসের সৌজন্যে ওয়ান ডে-তে কোহলির শতরানের সংখ্যা হলো ৪৬টি। সচিনের থেকে মাত্র ৩টি শতরান কম। সচিনের রয়েছে ৪৯টি শতরান।
২)একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নিরিখে এত দিন যৌথভাবে শীর্ষে ছিলেন সচিন ও কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি শতরান রয়েছে সচিনের। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করেছিলেন কোহলি। তিরুঅনন্তপুরমে ১০ নম্বর শতরান এলো। অর্থাৎ, একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নজির গড়লেন কোহলি।
৪) ওয়ানডেতে ঘরের মাঠে বিরাট আর সচিনের শতরানের সংখ্যা ছিলো ২০। এদিনের শতরানের পর বিরাটই এখন সর্বোচ্চ-২১টি শতরান।
প্রসঙ্গত, কেরলের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছিলেন বিরাট। শেষ পর্যন্ত সেঞ্চুরি হাঁকিয়ে থামলেন তিনি। সেই সঙ্গে গড়লেন একাধিক রেকর্ডও।