অঝোরে কাঁদলেন সানিয়া
প্রসঙ্গত, সানিয়ার জন্ম ১৯৮৬ সালের ১৫ নভেম্বর হায়দরাবাদে (Hyderabad)। আন্তর্জাতিক মঞ্চে ডেবিউ (International Debut) ২০০৩ সালে ফেব্রুয়ারি মাসে। মহিলাদের ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে কেরিয়ারে ৬টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব (6 Grand Slam Titles) জিতেছেন ভারতের টেনিস কুইন (India Tennis Queen)। আগামী ফেব্রুয়ারিতে দুবাই ওপেন (Dubai Open)-এর আসর বসছে মরু শহর আরব আমির শাহিতে (United Arab Emirates)। ওটাই সানিয়ার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে অবসরের (Retirement) মুহূর্তটা অনেক আগেই আসতে পারত। গত মরশুমে (Season) কেরিয়ারে ইতি টানবেন ভেবেও, তা আর হয়ে ওঠেনি। কনুয়ের চোটের (Elbow Injury) কারণে ছিটকে গিয়েছিলেন ইউএস ওপেন (US Open) থেকে। তাই বলতে গেলে খানিকটা বাধ্য হয়েই অবসর মুহূর্তটা দীর্ঘায়িত হল সানিয়ার। ২০ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টানার আগে একটা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলতে চেয়েছিলেন ভারতের টেনিস কুইন সানিয়া, সেই কারণেই অস্ট্রেলিয়ান ওপেন প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।