১৩২ রান ও ইনিংসে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
উল্লেখ্য, নয়া মাইলফলক স্পর্শ করেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। নাগপুর টেস্টে অর্ধশতরানের সঙ্গে ৫ উইকেট নেন। এরইসঙ্গে ভারতের হয়ে পাঁচবার এই ধরনের কীর্তির অধিকারী হলেন স্যর জাডেজা। শুধু এখানেই শেষ নয়। কপিল দেবের রেকর্ডও ভেঙে ফেলেন তিনি। একটি টেস্টে ৫ উইকেট এবং অর্ধশতরান করার কীর্তি চারবার রয়েছে কপিল দেবের। নাগপুরে আরও একবার এই কীর্তির অধিকারী হয়ে কপিলকে ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা।
আরও পড়ুন: India vs Australia Nagpur Test: 'সুলতান' শামি আর 'চাক দে' অক্ষরের ব্যাটে ২২৩ রানের লিড নিল ভারত
প্রথম ইনিংসে মার্ফির বলে ৭০ রানে আউট হয়ে যান রবীন্দ্র জাডেজা। মারেন ৯টি চার। ভারতের ইনিংস শেষ হয় ৪০০ রানে। ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। ব্যাট হাতে ঝড় তোলেন মহম্মদ শামি। ৪৭ বলে করেন ৩৭ রান। মারেন ২টি চার এবং ৩টি ছয়। অস্ট্রেলিয়ার হয়ে টড মার্ফি যথেষ্ট প্রভাবিত করেন। ১২৪ রানের বিনিময়ে তুলে নেন ৭ উইকেট। অজি অধিনায়ক প্যাট কামিন্স নেন ২ উইকেট।
২০২২ সালের জুলাই মাসের পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেই রবীন্দ্র জাডেজার এ রকম পারফরম্যান্স সত্যিই চমকপ্রদ।