রেকর্ড গড়লেন হার্দিক
বিশেষত সোশ্যাল মিডিয়ায় হার্দিক বেশ জনপ্রিয়। ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা অন্যান্য ক্রিকেটারের থেকে অনেক বেশি। ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটিরও বেশি। টুইটারে ফলোয়ার সংখ্যা রয়েছে ৮০ লক্ষ। সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার জন্যই এতো জনপ্রিয় করে তুলেছে পাণ্ডিয়াকে।
আইপিএলে প্রথমবারেই গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন তিনি। একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁর মুখ দেখা যায়। ইনস্টাগ্রামে নতুন রেকর্ড তৈরি করে হার্দিক বলেন, আমাকে ভালবাসার জন্য সমস্ত ভক্তদের অসংখ্য ধন্যবাদ। আমার প্রত্যেক ভক্তই আমার কাছে স্পেশ্যাল।
সম্প্রতি শুভমান এবং হ্যারি ব্রুক দুজনেই ভালো ফর্মে রয়েছেন। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে চতুর্থ ইনিংসে যেভাবে ব্যাটিং করেছেন হ্যারি ব্রুক তা অবশ্যই প্রশংসার দাবী রাখে। অন্যদিকে, শুভমানকে হোয়াইট বল ক্রিকেটে সম্প্রতি দুর্দান্ত ব্যাটিং করেছেন। সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরানও পূর্ণ করেছেন।
মারনাস লাবুশানে বলেন, 'শুভমান নয়, আমার চোখে আগামীর তারকা ইংল্যান্ডের হ্যারি ব্রুক। সম্প্রতি চ্যালেঞ্জিং মুহূর্তে দারুণ ব্যাটিং করেছেন। কঠিন সময়ে কীভাবে ব্যাটিং করতে হয় তা ভালোভাবেই জানেন ব্রুক। তাই আমার চোখে আগামীর তারকা তিনিই। জানি আমার মতামত হয়ত সবার পছন্দ হবে না।'