আজ মরণ-বাঁচন ম্যাচ বেঙ্গলুরুর
ব্যাঙ্গালোরের প্রধান শক্তি প্রথম তিনজন ব্যাটার। ফাফ ডু’প্লেসি ও বিরাট কোহলি ক্রিজে টিকে গেলে প্রতিপক্ষ বোলারদের কপালে দুঃখ রয়েছে। দুরন্ত ছন্দে আছেন প্রোটিয়া তারকা ডু’প্লেসি। এখনও পর্যন্ত ১২ ইনিংসে ৬৩১ রানের সুবাদে অরেঞ্জ ক্যাপের মালিক আপাতত ফাফ। ১২ ম্যাচে বিরাটের সংগ্রহ ৪৩৮। এছাড়া রানের মধ্যে আছেন গ্লেন ম্যাক্সওয়েলও। তবে লোয়ার অর্ডারে দীনেশ কার্তিক, মহীপাল লোমরোররা অবশ্য দাগ কাটতে ব্যর্থ। বোলিংয়ে আরসিবির বড় ভরসা মহম্মদ সিরাজ। ভারতীয় পেসারটি এখনও পর্যন্ত ১৬ উইকেট পেয়েছেন। এছাড়া গত ম্যাচে তিনটি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন ওয়েন পার্নেল। স্পিন বিভাগে আছেন ব্রেসওয়েল।
পক্ষান্তরে, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই খারাপ পারফরম্যান্সের জেরে ধুঁকছে হায়দরাবাদ। ব্যাট হাতে ক্লাসেন ছাড়া কারও পারফরম্যান্স পাতে দেওয়ার মতো নয়। অধিনায়ক আইডেন মারকরামও ছন্দে নেই। হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়ালও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ধারাবাহিকতার অভাবে ভুগছেন রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা। হায়দরাবাদের বোলিং খাতায় কলমে বেশ শক্তিশালী। বাস্তবে ভুবনেশ্বর কুমার ছাড়া কেউ ফর্মে নেই। তবে সানরাইজার্স হায়দরাবাদের হারানোর কিছু নেই। তাই জয়ের জন্য অল-আউট ঝাঁপাবে কমলা ব্রিগেড।