বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে কী বললেন বাবর আজম?
বৃহস্পতিবার পাক অধিনায়ক বলেন, “আমি মনে করি, আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, ভারতের বিরুদ্ধে খেলতে নয়। আমরা একটা দলের উপর ফোকাস করছি না, আরও ন’টা দল আছে। তাই যদি তাদের সবাইকে হারাই তবেই ফাইনালে উঠতে পারব।”
আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে আপত্তিতে কর্ণপাত করেনি আইসিসি। সেই প্রসঙ্গে বাবর বলেন, “পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের প্রস্তুত থাকতে হবে। যেখানে ক্রিকেট আছে, যেখানে ম্যাচ হবে, আমরা সেখানেই যাব এবং খেলব। আমরা সব দেশে পারফর্ম করতে চাই।” আমেদাবাদ ছাড়াও হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতায় দুটি করে ম্যাচ খেলবে পাকিস্তান। এর মধ্যে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বাংলাদেশ (Bangladesh) এবং ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ম্যাচ।
মূলত তিনটি ম্যাচ নিয়ে আপত্তি ছিল পাকিস্তানের। আমেদাবাদে ভারত, চেন্নাইতে আফগানিস্তান এবং বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে রাজি ছিল না পাকিস্তান। তিনটি ভেন্যুতে না খেলার তিনটি ভিন্ন কারণও দেওয়া হয়েছিল পিসিবি-র তরফ থেকে। বলা হয়েছিল, নিরাপত্তাজনিত কারণে আমেদাবাদে খেলতে চায় না পাকিস্তান, চেন্নাইতে স্পিনিং ট্র্যাকে আফগানিস্তানকে এড়িয়ে যেতে চেয়েছিলেন বাবর আজমরা। অন্যদিকে, বেঙ্গালুরুর ব্যাটিং ট্র্যাকে অস্ট্রেলিয়ান ব্যাটারদের মুখোমুখি হতে চান না পাক বোলাররা। তাঁদের একের পর এক আবদার মেনে নিতে পারেনি বিসিসিআই।