দক্ষিণ আফ্রিকা সফরেও ভরসা সেই রাহানে!

frame দক্ষিণ আফ্রিকা সফরেও ভরসা সেই রাহানে!

A G Bengali
ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে গো হারান হারিয়েছে ভারত। দ্বিতীয় টেস্টেও হারাবে এমনটাই মনে করছে ক্রিকেট মহল। তবে বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর বিশ্বকাপের পরেই রয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত একবারের জন্যও সিরিজ জিততে পারেনি ভারত। তাই এবার সিরিজ জিততে অবশ্যই মরিয়া থাকবে টিম ইন্ডিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন? ভারতের বর্তমান ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের মতে দক্ষিণ আফ্রিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ভারতের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে।

ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহানে খুব ভালো খেলেছিল। ও বরাবরই দলের প্রধান ব্যাটারদের মধ্যে এক জন। খারাপ খেলায় বাদ পড়েছিল। নিজের ভুল শুধরে আবার দলে ফিরেছে। দক্ষিণ আফ্রিকা সফরে রাহানেকে দরকার পড়বে আমাদের।’

রাঠৌর আরও বলেন, 'ফেরার পর থেকে রাহানে খুব ভাল খেলছে। শরীরের খুব কাছ থেকে ও শট খেলে। দেরিতেও খেলে। ফলে শেষ পর্যন্ত বলের উপর নজর থাকে। নেটেও খুব ভাল অনুশীলন করছে রাহানে। ওকে নিয়ে আমাকে আলাদা করে সময় কাটাতে হয় না। আশা করছি নিজের ফর্ম রাহানে বজায় রাখবে।'

অফ ফর্মের জন্য দল থেকে বাদ পড়তে হয়েছিল অজিঙ্ক রাহানে। ১৮ মাস পর দলে কামব্যাক করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেন রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৯ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন অজিঙ্ক।

Find Out More:

Related Articles:

Unable to Load More