অবসর নিলেন কিংবদন্তি জিয়ানলুইজি বুফন
অবিশ্বাস্য রিফ্লেক্স, অনুমান ক্ষমতা এবং মানসিক শক্তির মিশেল বুফন। কত স্ট্রাইকারের অবধারিত গোল তিনি বাঁচিয়ে দিয়েছেন তার ইয়ত্তা। ২০০৬ বিশ্বকাপে দারুণ কিছু দল ছিল না ইতালির, স্রেফ রক্ষণভাগ শক্তিশালী রেখে প্রতি-আক্রমণ করে বাজিমাত করেছিল আজুরিরা। সেই শক্তিশালী রক্ষণের প্রধান স্তম্ভ ছিলেন বুফন। ১৯৯৫ সালে ১৭ বছর ২৯৫ দিন বয়সে পারমার (Parma) হয়ে সিনিয়র দলে অভিষেক ঘটেছিল তাঁর। ৪৫ বছর বয়সে সেই পারমার হয়েই অবসর নিলেন তিনি।
২০০১ সালে পারমা থেকে ৫২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বুফনকে কেনে জুভেন্তাস। একজন গোলকিপারের জন্য ওটা ছিল তৎকালীন রেকর্ড ট্রান্সফার ফি। এই রেকর্ড আরও ১৬ বছর অক্ষত ছিল। জুভেন্তাসের হয়ে ৬৮৫টি ম্যাচ খেলেছেন তিনি এবং জিতেছেন ১০টি সিরি আ সহ ২২টি ক্লাব ট্রফি। বুফনের ১০ বার সিরি আ জেতার রেকর্ড এখনও অক্ষত। পিএসজিতে (PSG) গিয়েছিলেন এক মরশুমের জন্য সেখানেও ফরাসি লিগ চ্যাম্পিয়ন হন। সবমিলিয়ে সর্বকালের অন্যতম সেরা এক গোলকিপার অবসর নিলেন।