মালয়েশিয়াকে হারিয়ে চতুর্থবার ট্রফি জিতল ভারত

A G Bengali
এ ভাবেও ফিরে আসা যায়। ১-৩ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক ম্যান ইন ব্লু'র।  মালয়েশিয়াকে হারিয়ে চতুর্থবার ট্রফি জিতল ভারত। ২০১৮ সালের পর ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy 2023) শিরোপা জিতল ভারত (India )। এই নিয়ে মোট চার বার। মালয়েশিয়া (Malaysia) যারা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy 2023) কখনও ফাইনালে ওঠেনি।
শনিবার  চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে মালয়েশিয়াকে মেগা ফাইনালে ৪-৩ গোলে হারিয়ে এই নিয়ে চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি জিতল হরমনপ্রীত সিংরা। প্রথমে ১-৩ গোলে পিছিয়ে থাকলেও, তৃতীয় কোয়ার্টারে দুরন্ত কামব্যাক করল ভারত।  ম্যাচের শুরুতে অবশ্য ভারতই এগিয়ে গিয়েছিল। ৯ মিনিটেই ১ গোল  করে ফেলে তারা। জার্মানপ্রীতের সৌজন্যে পেনাল্টি কর্নার পায় ভারত। ক্যাপ্টেন হরমনপ্রীত সিং তখন মাঠের বাইরে। তাঁর বদলে ড্র্যাগ ফ্লিকারের ভূমিকায় ছিলেন যুগরাজ সিং। তিনিই ১-০ এগিয়ে দেন ভারতকে। প্রথম গোলের পর ভারতের আত্মবিশ্বাস বেড়ে যায়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।  পরে ১-৩ পিছিয়ে পড়েও। খেলার বয়স যত বেড়েছে নিজেদের দখলে নিতে শুরু করে মালয়েশিয়া। ম্যাচের ১৪ মিনিটের গোল শোধ করে দেয় মালয়েশিয়া। ১৬ মিনিটের মাথায় গ্রিন কার্ড দেখলেন গুরজন্ত সিং।  সেই সুযোগকে কাজে লাগিয়ে ১৮ মিনিটে মালয়েশিয়ার হয়ে দ্বিতীয় গোল করেন রাহিম রাজি। ২৮ মিনিটের মাথায় তৃতীয় গোল হজম করতে হয় ইন্ডিয়াকে। চাপের মুখে পড়ে যায় ক্রেগ ফুলটনের ছেলেদের।  
এরপরেই দুরন্ত কামব্যাক করল ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পরেও ৪৫ মিনিটে গোলের মুখ খুলে যায়। সুখজিৎকে ফাউল মালয়েশিয়ার। পেনাল্টি পায় ভারত। সেখান থেকে গোল করেন অধিনায়ক। সেই গোলের ব্যবধান কমে যেতে আত্মবিশ্বাস ফিরে পায় ভারত। এরপর গুরজন্ত সিং ও আকাশদীপ সিং হাত ধরে তৃতীয় ও চতুর্থ গোল আসে ভারতের।ম্যাচে যে ভাবে ভারত কামব্যাক করেছে তা সত্যিই প্রশংসনীয়।

Find Out More:

Related Articles: