Jio গ্রাহকদের জন্য দুঃখের খবর, আর ফ্রি নয়; প্রতি মিনিটে কলচার্জ ৬ পয়সা!

frame Jio গ্রাহকদের জন্য দুঃখের খবর, আর ফ্রি নয়; প্রতি মিনিটে কলচার্জ ৬ পয়সা!

Paramanik Akash
আর ফ্রি নয়। এবার জিও নম্বর থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কল করার দিন শেষ। আজ ১০ অক্টোবর থেকে জিও থেকে এয়ারটেল, ভোডাফোনে কল করতে গেলে এবার প্রতি মিনিটে লাগবে ৬ পয়সা। এর জন্য একটি বিজ্ঞপ্তিতে জিও জানিয়েছেন, গ্রাহকদের সুবিধার জন্য টপ আপ প্ল্যান এনেছে জিও। কী থাকছে টপ আপে,দেখে নিন!
• ১০ টাকার রিচার্জ করলে মিলবে অন্য নেটওয়ার্কে ১২৪ মিনিট বিনামূল্যের কল। সঙ্গে ১ জিবি ডেটা।
• ২০ টাকার রিচার্জ করলে অন্য নেটওয়ার্কে কল করা যাবে ২৪৯ মিনিট। ২ জিবি ফ্রি ডেটা।
• ৫০ টাকা রিচার্জ করলে মিলছে অন্য নেটওয়ার্কে ৬৫৬ মিনিটের বিনামূল্যের কল। সঙ্গে ৫ জিবি ডেটা।
• ১০০ টাকার রিচার্জে ১৩৬২ মিনিট অন্য নেটওয়ার্কে কল। সঙ্গে ১০ জিবি ডেটা। 


Find Out More:

Related Articles:

Unable to Load More