সহজেই বানান যাবে ছবি এই ক্যামেরায় চ্যালেঞ্জ করলেন পরিচালক রিঙ্গো

frame সহজেই বানান যাবে ছবি এই ক্যামেরায় চ্যালেঞ্জ করলেন পরিচালক রিঙ্গো

Paramanik Akash
 সিনেমা তৈরি নিয়ে নতুন প্রজন্মের খুব আগ্রহ। কিন্তু সাধ  থাকলে সাধ্য কোথায়? এবার আর চিন্তা নেই, সেই সমস্যারই  সমাধান করে দিতে পরিচালক রিংগো নিলেন এক নতুন চ্যালেঞ্জ।
গত বছরের শেষে বাজারে আসে ডিজেআই অসমো পকেট ক্যামেরা এর মাধ্যমেই তৈরি হয়ে যাবে পেশাদার সিনেমা। এমনটাই জানিয়েছেন পরিচালক রিংগো। এই ক্যামেরা দিয়ে তৈরি হয়ে যাবে একটি গোটা সিনেমা। কি অবাক হচ্ছেন? কিন্তু এই অসম্ভব কাজই সম্পন্ন করে দেখিয়ে দিয়েছেন  রিংগো।
আরও পড়ুন-স্যোশাল মিডিয়ায় গোপন ছবি, তারপর… 
তিনি ইতিমধ্যেই এই পকেট ক্যামেরা দিয়ে তৈরি করে ফেলেছেন একটা আস্ত পেশাদার ছবি। তাঁর এই 50 মিনিটের ছবিটি প্রদর্শিত করা হবে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে। এই ক্যামেরাটির দৈর্ঘ্য  মাত্র 4 ইঞ্চি, 1/2 ইঞ্চির সেন্সর রয়েছে ক্যামেরায় এরই সঙ্গে রয়েছে ডুয়াল মাইক্রোফোন, যার মাধ্যমে ফোরকে ভিডিওর স্টিরিও অডিও রেকর্ড করা সম্ভব।
দাম 30 হাজার টাকার মধ্যে, ওজন মাত্র 116 গ্রাম, অনায়াসেই পকেটে ভরে ফেলা যাবে এই ক্যামেরা। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে পরিচালক জানালেন, নতুন প্রজন্মের ফিল্মমেকারদের বিভিন্ন অসুবিধার কথা মাথায় রেখেই এমন একটি চ্যালেঞ্জিং প্রজেক্ট হাতে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন-বায়োপিকে সিন্ধুর ভূমিকায় কে জানেন?
 বর্তমানে সর্ট ফিল্মের খুব বাজার আর যে কেউ বানাচ্ছে । তা আবার মোবাইল দিয়ে বা সাধারন ক্যামেরা দিয়ে । যা ঘটনা ভাল হলেও পরিচালক রা মান যশ পান না ছবির কোয়ালিটির জন্য । সেই ক্ষেত্রে এই ক্যামেরা ছায়া ছবি জগতে বিপ্লব আনবে ।


Find Out More:

Related Articles:

Unable to Load More