পাব জি কে টক্কর দিতে বাজারে নতুন গেমpubg

Paramanik Akash
বর্তমানে গেমিং জগতে পাব জি নামটা সবার মুখেই শোনা। প্লে স্টোর এ ১০০ মিলিয়ন এর ও বেশী যার ডাউনলোড। ইয়ং জেনারেশনের কাছে এক প্রকার নেশা হয়ে গিয়েছে এই গেম। তবে এবার পাবজি খে টক্কর দিতে আসছে  জনপ্রিয় গেম কল অফ ডিউটি মোবাইল ভার্সন।
 ২০০৩ সালে   তাদের কম্পিউটার নির্ভর গেম বার করে যেটা ছিল 'কল অফ ডিউটি ওয়াল্ড ওয়ার টু ' এরপর ব্ল্যাক অপস , এর পর এক্স বক্স, প্লে স্টেশন একোল্ড ওয়াড় বিভিন্ন ভার্সন বার করেছে তারা।  এবার তারা ১ অক্টোবর প্লে স্টোরে নিয়ে আসছে তাদের মোবাইল ভার্সন।   গেমটি পাব জি এর মতই একটি সারভাইভাল গেম। কিন্তূ  এটি মূলত মিলিটারি ধাঁচের।  এর আগে কয়েকটি মোবাইল এ লঞ্চ করে গেম টি যথেষ্ট প্রশংসিত হয়েছে। এবার সব ডিভাইস এর জন্য তারা অফিসিয়ালি আনতে চলেছে মোবাইল ভার্সন টি।


Find Out More:

Related Articles: