আরো সুরক্ষিত করতে নয়া ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। চলতি বছর ফেব্রুয়ারি মাসে iOS গ্রাহকদের কাছে এই ফিচার পৌঁছেছিল। এবার Android গ্রাহকরাও বায়োমেট্রিক পদ্ধতিতে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন। সম্প্রতি WhatApp ব্যবহার করে নজরদারির কারণে শিরোনামে এসেছে WhatsApp। তখনই নতুন সুরক্ষা ফিচার যোগ হল।
এবার থেকে Android গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে পারবেন। একবার আনলক করার নির্দিষ্ট সময় পরে তা আবার লক হয়ে যাবে। কত সময় পরে WhatsApp আবার ব্লক হবে তা ঠিক করতে পারবে গ্রাহক। আনলক করার সাথে সাথে যেমন আবার লক হয়ে যাওয়ার অপশন থাকবে।
কিভাবে চালু করবেন ফিঙ্গারপ্রিন্ট
Android গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে WhatsApp চ্যাট সুরক্ষিত রাখতে Settings > Account > Privacy > Fingerprint lock এ গিয়ে ‘Unlock with fingerprint option' সিলেক্ট করতে হবে। শীঘ্রই গোটা বিশ্বের সব Android গ্রাহকের কাছে এই আপডেট পৌঁছে যাবে।