নতুন বছরের শুরুতেই ইসরোর সাফল্য, সফল উৎক্ষেপণ জিস্যাট ৩০-র

Akash Paramanik

নতুন বছরের শুরুতেই বড়সড় সাফল্য পেল ইসরো। সফল ভাবে উৎক্ষেপন হল জিস্যাট ৩০-র। ইসরোর চেয়ারম্যান কে সিভানের দাবি, এটি জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নত কমিউনিকেশন স্যাটেলাইট।

 জিস্যাট ৩০-র সফল উৎক্ষেপণের ফলে আগামী সময় ভারতে টেলি যোগাযোগ, টেলিভিশন সম্প্রচার এবং ডিটিএইচ পরিষেবা আরও উন্নত হতে পারে বলেই আশাবাদী ইসরোর বিজ্ঞানীরা। ভারতীয় সময় অনুযায়ী গতকাল রাত ২টো ৩৫ মিনিট নাগাদ দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে আরিয়ানা-৫ লঞ্চ ভেহিক্যালের (ভিএ-২৫১) সাহায্যে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় জিস্যাট-৩০ উপগ্রহকে। এই মিশনের সময়কাল প্রায় ১৫ বছর। নতুন বছরের শুরুতেই বড়সড় সাফল্য পেল ইসরো। সফল ভাবে উৎক্ষেপন হল জিস্যাট ৩০-র। ইসরোর চেয়ারম্যান কে সিভানের দাবি, এটি জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নত কমিউনিকেশন স্যাটেলাইট।

Find Out More:

Related Articles: