ভারতীয়দের জন্য বিশেষ স্কুটার তৈরী বিদেশী কোম্পানির!
ভারতের জন্য বিশেষ স্কুটার তৈরী করবে ইতালির কোম্পানি Piaggio। Vespa Elettrica স্কুটারে কিছু পরিবর্তন করে ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে পারে কোম্পানিটি। ভারতের বাজার ও গ্রাহকের কথা মাথায় রেখেই এই স্কুটার ডিজাইন করা হবে। Carandbike-এর সঙ্গে কথোপকথনে Piaggio India-র সিইও ও ম্যানেজিং ডিরেক্টর দিয়েগো গ্রাফি ভারতে Aprila-র আগে Vespa ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে।Vespa-র নতুন স্কুটার ভারতে আসতে আরও এক বছর সময় লাগতে পারে।
Vespa Elettrica-তে একটি 4kW সর্বোচ্চ শক্তির ডিসি মোটর রয়েছে। এই মোটরে সর্বোচ্চ 200 Nmটর্ক পাওয়া যায়। দুটি রাইড়িং মোডে চলে এই ইলেকট্রিক স্কুটার। রয়েছে একটি সম্পূর্ণ টিএফটি ডিসপ্লে। সেখানে স্মার্টফোনের কল ও বিভিন্ন নোটিফিকেশন দেখা যাবে। থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। ভারতের ইলেকট্রিক Vespa -তে Electrica-র বহু ফিচার থাকতে পারে। যদিও এখনই সেই স্কুটার ভারতে লঞ্চ হবে না।