'মা দুর্গার দশটা হাত আছে আমি মনে করি প্রত্যেকটা মেয়েদেরই দশটা হাত আছে'-অ্যাডোলিনা গাঙ্গুলি

Paramanik Akash
আমরা নারী,আমরা পারি', এই উক্তিটির প্রামাণ বঙ্গ নারী মিসেস ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডোলিনা গাঙ্গুলি। মিসেস ট্যালেন্টেড -এর শিরোপাও দখল করেছন তিনি। পুজো পরিকল্পনা ও অনেক কথা শেয়ার করলেন....
 চারিদিকে পুজো পুজো আবহাওয়া , চারিদিকে পূজোর হোডিং লাগানো তো মনটা আরো ভালো হয়ে গেছে । দিনগুলো আসলেই মনটা আরো খুশি হয়ে যায়।
প্রশ্নঃ পুজোর কি প্ল্যান আছে ? 
অ্যাডোলিনাঃ অনেক প্ল্যান আছে। বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বাররা  বিদেশে আছে সবাই পুজোর সময় কলকাতায় আসবে, তো ফ্যামিলি ও বন্ধুবান্ধবদের নিয়ে কাটাবো। প্যান্ডেল হপিং খাওয়া-দাওয়া এই নিয়েই থাকব।
আর কটা প্যান্ডেল ইনোগ্রেশন আছে, অনেক অনেক প্ল্যান আছে অনেক মজা করব। ইতিমধ্যে লিস্ট ঠিক করে নিয়েছি কোন কোন রেস্টুরেন্টে খাব কোন কোন গ্রুপের সাথে কবে কবে বেরোবে , সব ঠিক করা হয়ে গেছে  ।
প্রশ্নঃ ডায়েট চার্ট কি মেন্টেন হবে পুজোয়?
অ্যাডোলিনাঃএকদমই না, পুজোয় ডায়েট চার্ট একদমই না , এই পাঁচটা দিন হলো 'চিট্ ডে'। এই কদিন কোন ডায়েট নয়। কিন্তু নিজেকে একটু মেন্টেন তো করতেই হবে আজকে বেশি মিষ্টি খেলে পরের দিন একটু অ্যাভয়েড করার চেষ্টা করব তাছাড়া চলবেনা। কিন্তু নো ডায়েট।
প্রশ্নঃ পুজোর পরবর্তী প্ল্যান কী ?
অ্যাডোলিনাঃ এখন আমি ডিফারেন্ট প্যাজেন্ট-এ  জজ হিসেবে যাচ্ছি, 'জিও ফিলিং কুইন' এ আরবাজ খান  এবং আরো লিডিং পিপল সঙ্গে জার্জিং প্যানেলে থাকবো, তাছাড়া আরও কনটেস্ট আছে। এখন পুরো সিজনে এইগুলো নিয়ে চলছে আরকি।
প্রশ্নঃ তুমি একজন বঙ্গ নারী, বিবাহিতও, তোমার সফল্যতার পিছনে রহস্যটা একটু বলবে?
অ্যাডোলিনাঃ দেখো মা দুর্গা ও মহিলা, মা দুর্গার দশটা হাত আছে আমি মনে করি প্রত্যেকটা মেয়েদেরই দশটা হাত আছে ।  বাধা-বিপত্তি আমাদের জীবনে আসে, সবার জীবনই থাকবে সেটা নিয়ে সেগুলো কে এড়িয়ে চলাটাই সবথেকে বেশি জরুরি।
বিয়ের পরেই গ্ল্যামার ওয়ার্ল্ডে ফিরে এসেছি , মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড এ  ভারতকে রিপ্রেজেন্ট তো করেছি, এটা আমার জন্য খুব সহজ ছিলনা।সবাইকে মানিয়ে নিয়ে প্রুফ  করা গ্ল্যামার ওয়ার্ল্ডে আশা খুব সহজ ছিল না।  চাইনা যে সব নারী কারোর মা,কারোর বউ বা কারো স্ত্রী হিসেবে থাকুক তাদের একটা নিজের জীবন হওয়া উচিত। self-dependent হওয়া উচিত যাতে যেদিন তারা পৃথিবী থেকে চলে যাবে তাদের নিজের একটা অস্তিত্ব রয়ে যায়।
প্রশ্নঃ টলিউড,বলিউড থেকে তো ডাক আসছে নিশ্চয়ই  তো সিনেমা জগতে পা রাখার ইচ্ছা আছে ?
 অ্যাডোলিনাঃ সত্যি কথা বলতে সেই ভাবে ভেবে দেখি নি ,হ্যাঁ ইচ্ছে তো আছেই শুধু টলিউড নয় বলিউডেও  কাজ করার। বলিউড থেকে ফোন এসেছে ওয়েব সিরিজে কাজ করার জন্য, কারিশমা কাপুরের সাথে। ভেবে দেখছি, এখনও সেই ভাবে চিন্তা ভাবনা কিছু করে দেখিনি।
 প্রশ্নঃ গ্রীস এ 'ইন্টার্নেশনাল ফেয়ারে' ভারতকে রিপ্লেসমেন্ট করতে পেরে কেমন লাগছে? অভিজ্ঞতা শেয়ার করো ? 
অ্যাডোলিনাঃ দুসপ্তাহ আগে আমি গ্রিসে গেছিলাম। গ্রিসে প্রতিবছর ইন্টার্নেশনাল ফেয়ার হয় এবং ইন্ডিয়া কে প্রতিনিধিত্ব করেছিলেন এবার আমি। সেখানে উপস্থিত ছিল বিভিন্ন মন্ত্রী, বলিউডের অভিনেতা, অভিনেত্রী, ব্যাডমিন্টন প্লেয়ার, সহ নানান খ্যাতিসম্পন্ন ব্যক্তি। সেখানে ভারতনাট্যম বিভিন্ন নিত্য অনুষ্ঠান করেছি প্রতিদিন। সবমিলিয়ে ইন্ডিয়ায় মেলা হয়ে উঠেছিল গ্রিসে । খুব খুব ভালো একটা অভিজ্ঞতা , ইন্ডিয়াকে গ্রিসে 'ইন্টার্নেশনাল ফেয়ার' এ রিপ্রেসেন্ট করে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে।
প্রশ্নঃ দশমী মানে সিঁদুর খেলা আর অনেক মজা স্পেশালি ঘরের বৌ-দের কাছে স্পেশাল তোমার সেদিনের প্ল্যান কী ? 
অ্যাডোলিনাঃ বিজয় দশমী প্রত্যেক বছর আমার জন্য বিশাল বড় একটা দিন খুব স্পেশাল , সাদা শাড়ি লাল পার পরে সাজিয়ে মাকে বরণ করতে জাওয়ার মধ্যে আলাদা একটা নস্টালজিয়া আছে।প্রত্যেক বছরই আমি আমার হাজবেন্ডের সাথে থাকি কিন্তু এইবার আমার হাসবেন্ড বিদেশে তাই এবার একটু অন্য ভাবে পালন করব। নিজেদেরই একটা গান আর নাচের আসর বসে দশমীতে তো সেটা তো থাকবেই।


Find Out More:

Related Articles: