নারী শক্তির জয়, ইতিহাস গড়লেন সৌদি নারী!

frame নারী শক্তির জয়, ইতিহাস গড়লেন সৌদি নারী!

Akash Paramanik

ইতিহাস তৈরী করলেন সৌদির নারী। চলতি সপ্তাহের শুক্র ও শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের অনুষ্ঠিত হয় জাগুয়ার আই-পিএসিই ই-ট্রফি রেস। সৌদিতে নারী হিসেবে এই প্রথম কার রেসিংয়ে অংশ নিয়ে ইতিহাস গড়লেন রিমা জুফালি। এটাই সৌদির ইতিহাসে স্বর্ণাক্ষর মুহুর্ত।  সৌদিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার রেসিংয়ে অংশ নেন ২৭ বছর বয়সী লড়াকু রিমা। আর প্রথম রেসেই বাজিমাত।

  মাত্র এক বছর আগেও মহিলাদের জন্য এমন দৃশ্য ছিল অকল্পনীয়। সৌদি আরবই পৃথিবীর একমাত্র দেশ যেখানে গত বছরের জুন পর্যন্ত নারীদের গাড়ি চালানো নিষেধ ছিল। কিন্তু চলতি বছরের ২৪ জুন রাতেই রিয়াদের রাস্তায় সৃষ্টি হয় এক নতুন ইতিহাস। কয়েক দশকের বাধা অতিক্রম করে ছুটে চলে গাড়ি, যার স্টিয়ারিং ছিল এক নারীর হাতে। কিন্তু শুধু ব্যক্তিগত গাড়িই নয়। তারা এখন চালাচ্ছেন রেসিং কারও। কয়েক মাস আগেই সৌদির এই নারী দেশের মধ্যেই রেসিং কার চালিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।  জানা গেছে,  জুফালির জন্ম জেদ্দায়।সেখানেই বড় হয়েছেন। যুক্তরাষ্ট্রে তিনি স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। ফিরে এসে রেসিং শুরুর ইচ্ছে ছিল তার। ফর্মুলা কার রেসিং স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

জুফালি বলেন, আমি কখনোই ভাবিনি যে, আমি পেশাগত রেসার হিসেবে অংশ নেব। আমি যে কাজটি করছি তা সত্যিই খুব অসাধারণ। জুফালি এই রেসে ভিআইপি অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। নিজের দেশের মাটিতে রেসিং কার চালানো প্রথম নারী তিনি।

চলতি বছরের জুনে লাইসেন্স পাওয়ার পর গত অক্টোবরেই প্রথম রেসে অংশ নেন তিনি। কলেজে পড়তে পড়তেই ফর্মুলা ওয়ানের প্রতি ঝোঁক বাড়ে রীমার। তারপর রেসিং কার লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি। রিমা জানান, শুধুমাত্র গাড়ি চালানোই নয়, কার রেসিংয়েও যে সে দেশের মেয়েরা কারও চেয়ে কম নয়, সেটা প্রমাণ করতেই তার এই পদক্ষেপ। রেসিং প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য পরিবারকে চার বছর ধরে বুঝিয়ে রাজি করিয়েছেন তিনি।

Find Out More:

Related Articles:

Unable to Load More