৮২ বছরের মহিলা বডি বিল্ডারের আঘাতে গুরুতর জখম চোর!

frame ৮২ বছরের মহিলা বডি বিল্ডারের আঘাতে গুরুতর জখম চোর!

Akash Paramanik

বয়স একেবারেই কম নয়। যে বয়সে লাঠি ধরে ঘুরে বেড়ানোর কথা সেই বয়সে ঘুসি মেরে একেবারে অচেতন করে ফেললেন এক মাঝবয়সী চোরকে। ঘটনাটি ঘটেছে  নিউ ইয়র্কের রচেস্টার শহরে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। সকাল ১১ টায় নিজের বাড়িতে বিছানা ঠিক করছিলেন। সেসময় এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি বারবার দরজায় আঘাত করতে থাকে।

এরপর তিনি লক্ষ্য করেন ওই মহিলার পাশের বাড়ির একটি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে জিনিসপত্র চুরি করছে। সেসময় তিনি ছুটে গিয়ে বাধা দেন। তিনি ওই চোরকে জোরে জোরে ঘুসি মারে যার ফলে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। তখনি দেরি না করে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে,ওই মহিলা বডি বিল্ডার। তাঁর নাম উইলি মারফি। সম্প্রতি চলতি বছরের শুরুর দিকে একটি ভারোত্তোলন প্রতিযোগিতা জিতেছিলেন, তিনি হতবাক হলেও অরক্ষিত ছিলেন। তবে এই ঘটনায় পুলিশ প্রশংসা করছেন এবং সেলফি তোলেন।

Find Out More:

Related Articles:

Unable to Load More