নৌবাহিনীর প্রথম মহিলা নৌ-পাইলট হিসেবে দায়িত্ব নিলেন শিবাঙ্গি!

frame নৌবাহিনীর প্রথম মহিলা নৌ-পাইলট হিসেবে দায়িত্ব নিলেন শিবাঙ্গি!

Akash Paramanik

দেশে একদিকে নারীদের সুরক্ষা নিয়ে রাস্তায় নেমেছে আট থেকে আশি সকলেই। নিরাপত্তার অভাবে একের পর এক ধর্ষন কান্ডে প্রান হারাচ্ছেন মেয়েরা। অন্যদিকে তার-ই মধ্যে নারী শক্তির জয় আরো একধাপ এগিয়ে গেলে।

আজ ২ ডিসেম্বর সোমবার দেশের প্রথম মহিলা নৌ-পাইলট হিসেবে দায়িত্ব নিলেন সাব লেফটেন্যান্ট শিবাঙ্গি। কোচির নৌ ঘাঁটিতে অপারেশনাল দায়িত্ব পালন করবেন তিনি। শিবাঙ্গি ভারতীয় নৌবাহিনীর ডারনিয়ার নজরদারি বিমান উড়াবেন।

 দেশে একদিকে নারীদের সুরক্ষা নিয়ে রাস্তায় নেমেছে আট থেকে আশি সকলেই। নিরাপত্তার অভাবে একের পর এক ধর্ষন কান্ডে প্রান হারাচ্ছেন মেয়েরা। অন্যদিকে তার-ই মধ্যে নারী শক্তির জয় আরো একধাপ এগিয়ে গেলে।

আজ ২ ডিসেম্বর সোমবার দেশের প্রথম মহিলা নৌ-পাইলট হিসেবে দায়িত্ব নিলেন সাব লেফটেন্যান্ট শিবাঙ্গি। কোচির নৌ ঘাঁটিতে অপারেশনাল দায়িত্ব পালন করবেন তিনি। শিবাঙ্গি ভারতীয় নৌবাহিনীর ডারনিয়ার নজরদারি বিমান উড়াবেন।
নৌবাহিনীর প্রথম মহিলা নৌ-পাইলট হিসেবে দায়িত্ব নিলেন শিবাঙ্গি!

Find Out More:

Related Articles:

Unable to Load More