পাকিস্থানের নাগরিক ছিলেন গত বছর , এ বছর রাজস্থানের এক পঞ্চায়েতের সরপঞ্চ হলেন কীভাবে ?

Akash Paramanik

মাত্র কয়েক মাস আগেই ভারতের নাগরিক হয়েছেন । তারপরেই রাজনীতিতে প্রবেশ করেই সরাসরি পঞ্চায়েত প্রধান । পাঠক ভাবছেন কী ব্যাপার এখন তো সেভাবে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু হয়নি । তার মধ্যেই এত কিছু ঘটে গেল । বাস্তব তাই বলছে । রাজস্থানের একটি গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ হিসাবে নির্বাচিত হয়েছেন সদ্য পাকিস্থান থেকে আসা নীতা কানওয়ার ।গত বছরের সেপ্টেম্বরে বৈবাহিক সূত্রে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন তিনি।
সম্প্রতি রাজস্থানের টঙ্ক জেলার নাতওয়ারা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে নীতা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনু দেবীকেহারিয়েছেন ৩৬২ ভোটের ব্যবধানে।পাকিস্তানে জন্মানো নীতা উচ্চশিক্ষার জন্য ভারতে এসেছিলেন ২০০৫–এ। অজমেঢ়ের সোফিয়া কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হন তিনি। ২০১১–র ১৯ ফেব্রুয়ারি নাতওয়ারার বাসিন্দা পুণ্য প্রতাপ করণের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন। ২০১৯–র সেপ্টেম্বরে ভারতের নাগরিকত্ব পান তিনি।

Find Out More:

Related Articles: