মহিলাদের জন্য ভারত নিরাপদ নয়;সেরা বাসযোগ্য দেশের তালিকায় ৫৮ নম্বরে!

Akash Paramanik

জাতীয় নাগরিক নিবন্ধন ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ
গোটা দেশ। এরই মধ্যে অনেক ধাপ এগিয়ে গেল ভারত। তবে অনেক পিছিয়ে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। সম্প্রতি এক মার্কিং সংস্থার গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

বিশ্বের সেরা বাসযোগ্য দেশের তালিকায় ২৫ নম্বরে উঠে এল ভারত। একটি মার্কিন সংস্থার রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। গত বছর ওই তালিকায় ভারত ছিল ২৭ নম্বরে। চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরশাহি —এই চারটি এশিয়ার দেশ তালিকায় ভারতের আগে রয়েছে। তবে মহিলাদের বসবাসের ক্ষেত্রে ভারতের র্্যাঙ্ক এক ধাপ পিছিয়েছে। গতবার ভারত ছিল ৫৭ নম্বরে। এবার ৫৮। শিশুদের ক্ষেত্রেও ভারত খুব একটা নিরাপদ নয়। তবে গতবারের চেয়ে এবার পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকটাই। গতবার যেখানে ভারত ৫৯ নম্বরে ছিল। এবার ২২‌ নম্বরে রয়েছে।

Find Out More:

Related Articles: