স্বাতীর ক্যামেরার লেন্সে বন্দি এক টুকরো কলকাতা

A G Bengali

বেড়ে ওঠা, তারপর স্কুল-কলেজ। ম্যানেজমেন্ট নিয়ে পড়শোনা করার পর চাকরি। না, বাঙালি নন তবে বাংলা যে তাঁর বড্ড প্রিয়। কারণ, কলকাতা মানেই যে ভালবাসা, আর ভালবাসা মানেই যে কলকাতা। একরত্তি জীবন থেকে ২৪ টা বসন্তে কলকাতাই যে পাশে থেকেছে। কখনও মেঘলা মন আবার কখনও রোদের ঝাপটায় মন এক জায়গা থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছে। সেই কলকাতা কি ভোলার ? ভোলা যায় বা কী করে! আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে ময়দানের বৃষ্টি মাখা মাটির সোঁদা গন্ধ। তাই আজ প্রফেশনের জন্য এক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়াতে হলেও কলকাতা তাঁর হৃদয়ে। তাই তাঁর চোখে কলকাতার একটুকরো ছবি থাকবে না সে কি হয়! 

 

নাম স্বাতী খান্না। ম্যানেজমেন্টের ছাত্রী হয়ে দক্ষতার সঙ্গেই নিজের কাজ সামলান প্রফেশনাল লাইফে। তবে নেশা, ভালো লাগার মুহূর্তকে ক্যামেরা বন্দি করা। তাঁর ক্যামেরায় কলকাতার কিছু ছবি ধরা পড়েছে যা সচারচর খুব একটা ফ্রেমে জায়গা পায় না। সেই ছবি আজ স্বাতীর সোশ্যাল মিডিয়ায়। স্বাতীর কথায়, ‘আমি কলকাতাকে কখনও ভুলতে পারব না। কলকাতা আমাকে সব দিয়েছে। যখনই কলকাতার মানুষের সঙ্গে কথা বলি তখন সব দু:খ, খারাপ লাগা যেন ভ্যানিশ হয়ে যায়। দূরে থেকেও বাংলা বলতে পারলে যেন হাঁফ ছেড়ে বাঁচি। আই লাভ ইউ কলকাতা। আমার এই ছবিগুলো শুধু তোমার কলকাতা।’

 

দেখুন স্বাতীর তোলা ছবিগুলি-https://www.instagram.com/p/B3Y8WcPlQW5ltBhh2UDpVfJ-rgJiWfvd4_yPL00/?igshid=jb6xcilgazbg

Find Out More:

Related Articles: